Wellcome to National Portal
Main Comtent Skiped

সিটিজেন চার্টার

সিটিজেন চার্টারঃ

ভোলা জেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের গুরুত্বপূর্ণ সেবা সমূহঃ         

ক্রঃ নং

সেবার ধরণ

সেবা গ্রহনকারী সংস্থা/ব্যাক্তি

সেবার বিবরণ

সেবা প্রদানের স্থান

সেবা প্রদানের সময়সীমা

০১

ভিজিডি কার্যক্রম

দরিদ্র পীড়িত ও দুঃস্থ গ্রামীন মহিলা

২৪ মাস মেয়াদী খাদ্য সাহায্য ও আত্ন-কর্মসংস্থানের জন্য বিভিন্ন প্রশিক্ষণ প্রদান করা হয়।

জেলা ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়

৬ মাস

০২

কর্মজীবি ল্যাকটেটিং মাদার সহায়তা তহবিল

ভোলা পৌর এলাকার দরিদ্র কর্মজীবি ল্যকটেটিং মা

প্রতি মাসে ৩৫০/- টাকা হারে ২ বৎসর মেয়াদে উপকারভোগী মহিলাকে ভাতা প্রদান করা হয়।

জেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়

২ মাস

০৩

দরিদ্র মার জন্য মাতৃত্বকাল ভাতা প্রদান কর্মসূচী

পল্লী এলাকার দরিদ্র গর্ভবতী মা

প্রতি মাসে ৩৫০/- টাকা হারে ২ বৎসর মেয়াদে সুবিধাভোগী মহিলাকে ভাড়া প্রদান করা হয়।

জেলা ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়

২ মাস

 

০৪

 

মহিলাদের আত্ন-কর্মসংস্থানের জন্য ক্ষুদ্র ঋণ তহবিল

 

পল্লী অঞ্চলের দরিদ্র মহিলা

গ্রামীন দরিদ্র ও নিম্ন আয়ের মহিলাদের আত্ন-কর্মসংস্থানের উদ্দেশ্যে পল্লী অঞ্চলে সমিতির মাধ্যমে ৫,০০০/- থেকে ১৫,০০০/- টাকা পর্যন্ত ঋণ প্রদান করা হয়।

 

জেলা ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়

 

আবেদনের তারিখ হতে ১মাস

 

 

 

০৫

 

 

 

মহিলাদের বিরুদ্ধে সহিংসতা প্রতিরোধ ও আইনগত সহায়তা প্রদান

 

 

 

নির্যাতিত মহিলা ও শিশু

মাল্টি সেক্টরাল প্রকল্পের আওতায় নির্যাতনের শিকার নারীদের স্বাস্থ্য, আইনী সহায়তা কাউন্সেলিং আশ্রয় প্রদান এবং সমাজে পূর্ণবাসন ও পুনঃ একত্রিকরণের আওতায় আনা হয় এবং সকল ধরণের নির্যাতনের বিরুদ্ধে ব্যাপক গণসচেতনতা সৃষ্টি করা হয়। এ জন্য ঢাকা সহ ৬টি বিভাগীয় শহরের সরকারী মেডিকেল One stop Crisis Centre (OCC)পরিচালনা এবং DNAল্যাবরেটরী মাধ্যমে DNAপরীক্ষা করা হয়।

 

 

৫টি বিভাগীয় শহরের সরকারী মেডিকেল কলেজ হাসপাতাল এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগ

 

 

 

হাসপাতালে ভর্তিও সাথে সাথে

 

০৬

 

বাংলাদেশ মহিলা কল্যাণ পরিষদ (বামকপ)

স্বেচ্ছাসেবী মহিলা সমিতিকে নিবন্ধন ও নিবন্ধীকৃত মহিলা স্বেচ্ছাসেবী সমিতিকে আর্থিক সহযোগীতা প্রদান

মহিলাদের আত্ন-কর্মসংস্থান উন্নয়নের জন্য নিবন্ধনকৃত মহিলা সমিতিকে আবেদনের ভিত্তিতে বছরে একবার ৫,০০০/- থেকে ২৫,০০০/- টাকা পর্যন্ত আর্থিক অনুদান দেওয়া হয়।

 

মহিলা বিষয়ক অধিদপ্তর

 

২ মাস

 

 

 

০৭

বেকার ও দরিদ্র মহিলাদের জন্য প্রশিক্ষণ কর্মসূচী

এলাকার বেকার ও দরিদ্র মহিলা

বেকার ও দরিদ্র মহিলাদের দক্ষতা বৃদ্ধির জন্য ১ বৎসর মেয়াদী ৫০ জন মহিলাকে প্রশিক্ষণ প্রদান করা হয়।

জেলা ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়

আবেদনের তারিখ থেকে ১ মাস

০৮

নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ

নির্যাতিত মহিলা ও শিশু

জেলা ও উপজেলা কার্যালয়ের নারী নির্যাতন প্রতিরোধ সেল এবং বরিশাল বিভাগীয় মহিলা সহায়তা কেন্দ্র।

জেলা ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়

আবেদন করার সাথে সাথে

০৯

২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস, ১৬ই ডিসেম্বও মহান বিজয় দিবস, ৮ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস, ৯ই ডিসেম্বর বেগম রোকেয়া দিবস, ২৩শে নভেম্বর আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস উদযাপন করা হয়।

সরকারী ও বেসরকারী সংস্থা স্থানীয় সরকার, প্রতিনিধী রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ধর্মীয় নেতা এনজিও, সিবিও প্রতিনিধি সুশিল সমাজ সাংস্কৃতিক গোষ্ঠী, শিক্ষক নিকাহ রেজিষ্টার

 

 

 

 

র‌্যালী, আলোচনা সভা, ফোকগান ও ফোক নাটক, মহিলা সমাবেশ।

 

 

 

 

জেলা ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়

 

 

 

 

দিবসের দিন

 

১০

জেন্ডার বৈষম্যদুরীকরণ ও নারীর ক্ষমতায়নের জন্য সচেতনা বৃদ্ধিমূলক কর্মসূচী।

স্কুল বির্তক প্রতিযোগিতা ইন্টার এ্যাকটিভ পপুলার থিয়েটার ফোকগান  ও ফোক নাটক

স্কুল, এলাকার গণ্যমান্য সকল নারী, পুরুষ সকল শ্রেণীর পেশার মানুষ।

জেলা ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়

 

প্রতি বছর করা হয়

 

 

 

 

১১

 

 

জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট ফান্ডের অর্থায়নে জলবায়ু পরিবর্তনে চরম হুমকির মুখে প্রতিকূল পরিবেশে অবস্থানকারী নারী ও শিশুর সুপেয় পানি সরবরাহ ও সামাজিক সুরক্ষা করা প্রকল্প।

 

 

জলবায়ু পরিবর্তনে চরম ও হুমকির মুখে অবস্থানকারী ভোলা জেলার চরফ্যাশন ও বোরহানউদ্দিন উপজেলার চরম হুমকির মুখে এবং দুর্গত উপজেলার অসহায় গ্রামীণ নারী ও শিশু

জলবায়ু বর্তমানে উঠা-নামা ও বিশ্বব্যাপী ভবিষ্যৎ পরিবর্তনের বিষয়ে ও পরিস্থিতিতে সনির্দিষ্ট তথ্য উপাত্ত নিয়ে চরম হুমকির মুখে এবং দূর্গত এলাকায় অবস্থানকারী অসহায় মহিলা ও শিশুদের প্রস্ত্তত করা ও সেবা প্রদান, সুপেয় পানি পানের জন্য গভীর নলকূপে স্থাপন ও সংরক্ষণ। বৃষ্টির পানি পানের জন্য সংগ্রহ ও পানি বিশুদ্ধকরণ। ক্ষতিগ্রস্থ এলাকায় পানির টিউবওয়ের ও লেট্রিন মেরামতকরণ ও ব্যবহার উপযোগীকরণ। প্রোডাকস্নওয়েল, ডিপটিউবওয়েল, লেট্রিন ব্যবহার ও সংরক্ষণের জন্য এবং বৃষ্টির পানি হার্ভেষ্টিং ব্যবস্থা ও সংরক্ষণের জন্য প্রশিক্ষণ/ ব্রিফিং প্রদান ও সম্ভাব্য দুর্যোগ মোকাবেলার জন্য তৈরি রাখা।

 

 

 

 

 

 

 

ভোলা জেলার চরফ্যাশন ও বোরহানউদ্দিন উপজেলা

 

 

 

 

 

 

প্রকল্প শুরু হতে সারা বছর

 

১২

এম্পাওয়ারমেন্ট এন্ড প্রটেকশন অব চিলড্রেন (ইপিসি) প্রকল্প।

জেলার শিশু ও কিশোর- কিশোরী

শিশু অধিকার সনদ বাস্তবায়ন। শিশু ও কিশোর-কিশোরীদের ক্ষমতায়ন ও সুরক্ষা। শিশুশ্রম নিরসন ও শিশুর শারীরিক শাস্তি, বন্ধ করার উদ্দেশ্যে ইন্টারএ্যাকটিভ পপুলার থিয়েটার শো প্রদর্শন।

শ্লোগানঃ ‘‘শারিরীক শাস্তি বন্ধ হলে বাড়বে শিশু বুদ্ধি বলে’’

এবং শিশুর কাজ স্কুলে যাওয়া, শিশু স্কুলে যাবে, কেন শিশু কাজের খোঁজে দ্বারে দ্বারে ঘুরবে।

ভোলা জেলায় রিমুট এরিয়ার প্রাথমিক বিদ্যালয়গুলি

১ মাস

 

১৩

Development of Training Programme  in Women Training Centre (WTC).

 

এলাকার গরীব কিশোরী ও যুবতী মহিলা

৫টি ট্রেডে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ এবং পাশাপাশি জীবন দক্ষতা, আইনগত অধিকার, দুর্যোগ ব্যবস্থাপনা, স্বাস্থ্য পরিচর্যা বিষয়ে ট্রেনিং দেয়া হয়।

 

জেলা ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়

 

আবেদনের তারিখ থেকে ১মাস

 

 

 

১৪

 

 

 

EECR(Enabling Environment for Child Rights) Project

 

 

 

অধিকারবঞ্চিতশিশু

অধিকারবঞ্চিত শিশুর বিভিন্ন অধিকার ও শিক্ষা নিশ্চত করেত সচেতনতামূলক প্রশিক্ষণ দেয়া হয়।

 

 

উপজেলা মহিলা বিষয়ক

কর্মকর্তার কার্যালয়,চরফ্যাশন,লালমোহন ওজেলা মহিলা বিষয়ক

কর্মকর্তার কার্যালয়, ভোলা।

 

 

 

সারা বছর ব্যাপী